বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও দুর্বৃত্তদের হামলায় সারাদেশে নিহত পুলিশ-ছাত্রসহ সব শহীদদের স্মরণে শাহরাস্তি থানা পুলিশের আয়োজনে শনিবার (১০ আগস্ট) রাতে থানা চত্বরে মোমবাতি প্রজ্বলন, ১ মিনিট নীরবতা ও নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ ও যেসব ছাত্র শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্যও দোয়া ও মোনাজাত হয়।
এ সময় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সাকের্ল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, ওসি তদন্ত মর্ম সিং ত্রিপুরাসহ থানার সকল পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে দূর্বৃত্তদের হামলায় প্রায় শতাধিক পুলিশ নিহত ও সহস্রাধিক আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা।
Facebook Comments Box