বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র ও কৌটা আন্দোলনে জড়িত ছাত্রদের উদ্যোগে শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহরাস্তির মেহের কলেজের শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় ছাত্রনেতা শাহাদাত হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করেন।
এ সময়ে ছাত্রনেতা শাহাদাত বলেন, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র কাঠামো গঠনের যে চেতনাকে ধারণ করে এত জীবন, রক্ত, ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সামনের দিনগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট প্রশাসন এবং বিশেষভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী ছাত্রদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।