ইকবাল হোসেনঃ জনতার ভোটে নির্বাচিত হয়ে প্রথম বারের মত বহুল কাঙ্খিত সেই চেয়ারে বসে প্রথম কর্মদিবস সফলভাবে অতিবাহিত করলেন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
মঙ্গলবার (২ জুলাই) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের কার্যালয়ে তিনি প্রথম কর্মদিবসের শুরুতে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন।
এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট জামিল হাসান দুর্জয়ের প্রথম কর্ম দিবসের শুরুতে উপজেলা
পরিষদের বাহিরে বিপুল সংখ্যক উৎসুক নেতা-কর্মী ও শুভাকাংখীদের উপস্থিতি দেখা যায় এবং নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শরিফ খান।
পরে নতুন চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রথম সভা করেন এবং সকলে ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে গেল ২১ মে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ঘোড়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।