শাহরাস্তি-হাজীগঞ্জ তথা চাঁদপুর-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলাপ করতে গিয়ে গত ১৫ জুন, ২০২৪ইং ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কমিটিতে নির্বাচিত শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার ৪ কৃতি সন্তানদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি ৪ জন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে গিয়ে বলেন, আমাদের ৪ জন ভাইকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আমার শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার যে ৪ জন ভাই কেন্দ্রীয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তাঁরা হলেন শাহরাস্তি-হাজীগঞ্জের সূর্য সন্তান। এটা আমাদের বিশাল অর্জন। এই অর্জনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো চাঁদপুর-৫ আসন বিএনপির ঘাঁটি এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘাঁটি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে আমাদের ৪ জন ভাই স্থান পাওয়া তাঁরই বহিঃপ্রকাশ। আজকে দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্রদল দেশ বাঁচাতে ও দেশের জনগণের অধিকার আদায়ে যে ভূমিকা রাখছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আমি তাঁদের জন্য সর্বদা দোয়া করি তাঁরা যেন আগামী দিনে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে শাহরাস্তি হাজীগঞ্জ তথা চাঁদপুর জেলার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে।
উল্লেখ্য, অভিনন্দন প্রাপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তারা হলেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম সোহেল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম।