বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ঠাকুরবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি-র সম্মানিত সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ)আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোঃ কামাল উদ্দিন।
এসময় মোনাজাতে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপি’র উপদেষ্টা মোঃ আকতার হোসেন পাটোয়ারী, শাহরাস্তি পৌর বিএনপি সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি সফিক মেম্বার, মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, যুগ্ন সাধারণ সম্পাদক গাজি ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, উপজেলা বিএনপি নেতা আব্দুল জব্বার, পৌর বিএনপি নেতা সেলিম পাটয়ারী, পৌর যুবদল সদস্য সচিব মোঃ আবদুল কাইয়ুম রিপন, উপজেলা যুবদল নেতা মাহবুবুল আলম পরান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল হায়দার, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা মোঃ শাহাদাত,সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী প্রমুখ।