শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ হালিমা খাতুন (মৌসুমি) সরকার কলস মার্কা প্রতীক নিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে সময় পার করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দে তাকে এ প্রতীক দেওয়া হয়। তিনি শ্রীপুর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলাকাবাসীরা জানান, মৌসুমি সরকার একজন সৎ সাহসী মেয়ে, সে সকলের কাছে জনপ্রিয়।
সে সবসময় সাধারণ মানুষের পাশে আছে, তাই আমরা আগামী শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা খাতুন মৌসুমি সরকার বলেন, মানুষের সেবা করাই আমাদের পারিবারিক ঐতিহ্য।
তাই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের রাজনীতি। নির্বাচন করার বিষয়টি বড় কিছু নয়। মানুষের জন্য কাজ করি বলেই সাধারণ মানুষ আমাদের পাশে থাকে।
আমি আগামী শ্রীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয় যুক্ত হলে আমি মানুষের সেবায় সর্বদা থাকবো, আমি সকলকে অনুরোধ করব।
এবং সকলে আমাকে আমার কলস মার্কা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আমি ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাশে থাকবো।
Facebook Comments Box