
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোছাঃ হালিমা খাতুন (মৌসুমি) সরকার।
শুরু হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন তিনি। এজন্য নিজ দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারদের কাছে চাইছেন দোয়া ও আর্শিবাদ।
মৌসুমি সরকার একজন দক্ষ নারী নেত্রী।
যার নিজস্ব যোগ্যতায় শ্রীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন।
উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন তিনি নিয়মিত। যার নেতৃত্বে উপজেলার নারী সমাজ আজ জাগ্রত।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মৌসুমি সরকার নির্বাচিত হলে জনসাধারণের উন্নয়ন হবে।
সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। মৌসুমি সরকার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে চলছে আলোচন। ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে মৌসুমি সরকার এমন ধারনা সাধারণ ভোটারদের।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মৌসুমি সরকার জানান, আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি।
তাই আসন্ন উপচেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস।
নির্বাচিত হতে পারলে শ্রীপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।