চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমির সাথে শাহরাস্তি প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় পৌর মেয়রের বাসভবনে সাংবাদিকদের সাথে তরুণ শিল্প উদ্যোক্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী ওমর ফারুক রুমি’র মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, বাংলাদেশ তাতীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, আ’লীগ নেতা আব্দুল মান্নান ব্যপারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল, শাহরাস্তি উপজেলার জাতীয় পার্টির সভাপতি মান্নান মোল্লা, যুবলীগ নেতা মাহফুজুল কবির, সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে মোঃ সাইফুল ইসলাম মোল্লা, কাউন্সিলর প্রহল্লাদ দে, মহিলা কাউন্সিলর রাবেয়া বসরী বকুল প্রমুখ।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমি আনারস প্রতীকের পক্ষে সকলের কাছে দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট শাহরাস্তি উপজেলা পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সন্ত্রাস ও মাদক মুক্ত শাহরাস্তি উপজেলা বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবেন বলে জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতা, শিক্ষক, সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, আওয়ালীগ ও স্থানিয়গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।