শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের একটি ভূয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা সত্য নয় বলে জানা গেছে।
শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার ফকুরুদ্দিন মোড় সংলগ্ন মাদরাসাতুল হামিদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মাসুম হাসান নামের এক শিক্ষার্থীর ছবি ভাইরাল হয়। যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটি ভুয়া।
ছবিটি অন্য কোথাও থেকে সংগ্রহ করে ওই মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বলে জানান মাদ্রাসার কর্তৃপক্ষ। এর সততা জানতে যাওয়া হয় ওই মাদ্রাসায়।
মাদ্রাসায় গিয়ে দেখা হয় কয়েকজন ছাত্রদের অভিভাবকদের সাথে। তাদের কাছে মাদ্রাসার বিষয়ে জানতে চাইলে ওই অভিভাবকরা বলেন,আসলে মাদ্রাসার শিক্ষকরা যদি ছাত্রদেরকে মারধর করতে তাহলে আমাদের সন্তানদের কি এই প্রতিষ্ঠানে পড়াতাম?
এটি ষড়যন্ত্র বলে দাবি অন্যান্য অভিভাবকদের। ওই মাদ্রাসার মুহতামিম মো. হালিম বলেন, মাসুম হাসান ছেলেটি দুইদিন মাদ্রাসায় না আসায় শাসন করেছে শিক্ষক আব্দুল মান্নান।
তখন ওই ছাত্রের হাতে সামান্য জখম হয়।
তবে পিঠের মাঝে যে আঘাতের ছবিটা আসলে ওই ছেলের না, ছবিটা ভুয়া। তিনি আরও বলেন, আমাদের জমি জমা নিয়ে বিরোধ চলছে, মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করছে।
এ বিষয়ে জানতে চাইলে ওই ছাত্রের বাবা শিপন বলেন, মাদ্রাসার শিক্ষক আরো এক সপ্তাহ আগে আমার ছেলেকে মারধর করছে। তাকে প্রশ্ন করা হয, তখন কেন বিষয়টা মানুষকে জানান নাই? তখন শিপন বলেন, আমার ভুল হইছে।
Facebook Comments Box