শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি
সারা দেশে তাপপ্রবাহ বেড়েই চলেছে। সেই সাথে বেড়ে চলেছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। বেঁচে থাকার তাগিদে প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করেই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সারা দেশের যখন এমন অবস্থা তখন শ্রীপুর পৌর এলাকার মানুষের দুর্ভোগ লাগবে পৌর মেয়র মোঃ আনিসুর রহমান এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। পৌরসভার পক্ষ থেকে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করার কর্মসূচী গ্রহণ করেন তিনি।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌর এলাকার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নীচে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ। বেলা ১ টায় শ্রীপুর চৌরাস্তায় অবস্থিত শ্রীপুর ভবনের সম্মুখেও একই কর্মসূচির অংশ হিসাবে বিশুদ্ধ খাবার-পানির বোতল বিতরণ করা হয় পথচারীদের মধ্যে।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, পৌর সভার নিজস্ব অর্থায়নে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। মাওনা চৌরাস্তায় ৫ হাজার পানির বোতল এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছেন। তিনি আরও বলেন, যতদিন তাপপ্রবাহ থাকবে ততদিন নিয়মিত ভাবে এই কর্মসূচি চলমান থাকবে।
তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের নেতৃত্বে মাওনা উড়াল সেতুর নীচে ঠান্ডা পানির বোতল এবং প্যাকেট জুস বিতরণ করা হয়। কলেজশাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অপু’র নেতৃত্বে শ্রীপুর প্লাটফর্ম এলাকায় ঠান্ডা শরবত বিতরণ করা হয় পথচারীদের মধ্যে।
এছাড়াও গত কয়েকদিন ধরে শ্রীপুর চৌরাস্তায় শ্রমিকলীগের উদ্যোগে পথচারীদের মধ্যে লেবুর শরবত বিতরণ করার কর্মসূচী চলমান রয়েছে।
Facebook Comments Box