চাঁদপুরে শাহরাস্তি ঠাকুর বাজারে (২৩ এপ্রিল) মঙ্গলবার রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে আগুন লেগে প্রায় ১৪ টি দোকান পুড়ে যায়। খবরটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দেন। তিনি বলেন যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান রাজিব, খোকন, বাহার, পৌর যুবদলের ৭নং ওয়ার্ড সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফাহাদ পাটোয়ারী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ টিপু সুলতান, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, ফাহিম, হৃদয় প্রমুখ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানে লাকড়ী থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শাহরাস্তি ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মানুষের কোনো ক্ষতি হয়নি।
ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর ,অনিল টি ষ্টল , টিপটপ লন্ড্রী, বিসমিল্লা আলু আড়ত, পরেশ ষ্টোর, আক্তার ষ্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়।
এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এই রকম আগুনের শিখা দেখেনি, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় আগুন নেভাতে আমরা সক্ষম হয়েছি।