চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৩:৩০ মিনিটে ঠাকুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঠাকুরবাজারের ব্যবসায়ীরা জানান, ধারণা করা হচ্ছে একটি চা দোকানের লাকড়ী চুলা থেকে আগুনের সূত্রপাত। শাহরাস্তি ফায়ার সার্ভিসের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তারা জানান। রাস্তা সরু থাকায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি। তারপরও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় পুরো বাজার রক্ষা করা সম্ভব হয়েছে।
শাহরাস্তি পৌর ৭ নং ওয়ার্ড কমিশনার মোঃ দেলোয়ার হোসেন জানান, ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর ,অনিল টি ষ্টল , টিপটপ লন্ড্রী, বিসমিল্লা আলু আড়ত, পরেশ ষ্টোর, আক্তার ষ্টোরসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো রক্ষা পায়।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কোন দোকান থেকে আগুনের সূত্রপাত। তদন্তে শেষে বিষয়টি জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।