সাইদ হোসেন অপু চৌধুরীঃ
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চাঁদপুর সদরের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
মঙ্গলবার (২৩) এপ্রিল সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৭ জনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে।
এসময় প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী, সমর্থনকারীসহ সহকারী রিটার্নিং অফিসারগন উপস্থিত ছিলেন।
Facebook Comments Box