মো.শাহ আলম ভূঁইয়াঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলায় ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহের দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ঈদগাহ কমিটি মুসল্লিদের খাবারের আয়োজন করে এক ব্যতিক্রমী পরিবেশ সৃষ্টি করেছে।
গ্রামের পূর্ব পাড়ায় অবস্থিত সুনামধন্য উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ ঈদগাহ ময়দানটি ফুলে ফুলে সুশোভিত করে বর্নীল সাজে সাজিয়ে তোলা হয়।
১১ই এপ্রিল(বৃহস্পতিবার) মুসলমানদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। গ্রামের সকল শ্রেণী পেশার মুসলিম পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদুল ফিতরের জামাতের ইমামতি করেন উনকিলা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম ও সংশ্লিষ্ট উনকিলা পূর্ব পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ রোকনুজ্জামান মোল্লা।
এলাকার কৃতিসন্তান ও সমাজসেবক আলহাজ্ব জাহাঙ্গীর আলম,মোঃ দীন ইসলাম,মোহাম্মদ মনির হোসেন,ডা.মোঃ জাকির হোসেন, মো.কামাল হোসাইন, মোঃ সাইফুল ইসলাম,মোঃ শাহ আলম সাইফুল,মোঃ শামীম হোসাইন,মোঃ তারেকুল ইসলাম,আমীর হোসেন,ফয়সাল আহমেদ,আবুল হাশেমসহ এলাকাবাসী ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ ঈদগাহে আগত সকল মুসল্লিদের ফুল দিয়ে বরণ করেন।
নামাজ শেষে খুতবা পরবর্তী এলাকাবাসী ও বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা, কুশলাদি বিনিময় ও কোলাকুলি করেন।
শেষে সকল মুসল্লিদের মাঝে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়।
Facebook Comments Box