শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
মানবতার ফেরিওয়ালা খ্যাত, গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও
বিশিষ্ট সমাজসেবক এস এম শরিফ খান তিনি গ্রামবাসীদের সাথে নিয়ে ইফতার মাহফিল করেছেন।
সোমবার (৮ এপ্রিল) বাড়ির দক্ষিণ পাশে একটি মাঠে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে গ্রামের রোজাদার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, এস এম শরিফ খান আমাদের গ্রাম তথা গোসিংগা ইউনিয়নের গর্ব।
তিনি আমাদের সাথে নিয়ে ইফতার করছেন।
আমাদের গ্রামের মানুষের পাশে সবসময় থাকেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ এস এম শরিফ খানকে আরও বড় করুক।
এসময় গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডেভিড শাকিল বলেন, আল্লাহুকে সন্তুষ্টির জন্যই এই ইফতারের আয়োজন, তাছাড়া এ গ্রামের মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনার জন্য ইফতারের আয়োজন।
ইফতার আয়োজন করায় গ্রামের লোকজন এস এম শরিফ খানকে ধন্যবাদ জানালেন। এ বিষয়ে এস এম শরিফ খান বলেন, মানুষের কল্যাণে আমি সব সময় কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।