মো. আলমগীর খন্দকারঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) নবীনগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) ইফতার পূর্বে প্রায় শতাধিক ছিন্নমূল, গরিব, অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ শেষে স্থানীয় ডাকবাংলো ডাইনিং রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) নবীনগর শাখার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, নবীনগর থানা প্রেস ক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নূর হোসেন জয়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খান জাহান আলী চৌধুরী, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, দৈনিক বাংলার নবীনগর উপজেলা প্রতিনিধি ও নবীনগর মডেল প্রেসক্লাব সদস্য জামাল হোসেন পান্না, নবীনগর, সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি সঞ্জয় শীল। নবীনগর সাংবাদিক সমিতির সভাপতি হাজী কাওসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক ও সমাজ সেবিকা সাবিনা ইয়াসমিন পুতুল, এপি নিউজের বার্তা প্রধান আক্তার হোসেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নবীনগর শাখার দপ্তর সম্পাদক সোহেল খান, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসাইন, সদস্য আশিকুল ইসলাম রাজু, রাফসান আহমেদ রনি, স্থানীয় ইলেকট্রনিক্স অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন-শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সকল সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।