চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ ও পৌর যুবলীগের সাবেক আহবায়ক শাহ এনামুল হক কমল ও সাইফুল ইসলাম স্বপন এর উদ্যোগে ইফতার মাহফিল, মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুমন, শাহরাস্তী উপজেলা ছাত্রলীগ সাবেক নেতা ইমাম, মাহফুজুর রহমান, কামরুল, মামুনুল হক, শরিফ, সিতু, ইউসুফ, জাকির, সুজন পাঠান, এনামুল হক মনির, সাখাওয়াত হোসেন মামুন, শাহাদাত, ইমরান মনির, আবুল কাসেম, রাসেল, মিঠু, রফিক মুন্সী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল মোল্লা, ইউপি সদস্য খোরশেদ আলম সহ আরও অনেকেই।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শাহরাস্তির বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশাসহ প্রায় দুই শতাধিক লোকজন অংশ নেন।
দোয়া মাহফিলে দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ আসন) মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর জন্য বিশেষ মোনাজাত করা হয়।