মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির বেরনাইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ১এপ্রিল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ফলের দোকানসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকানে মূল্য তালিকা, ক্রয় ও বিক্রয় রশিদ, ট্রেড লাইসেন্স/ডিলিং লাইসেন্স ইত্যাদি যাচাই করে দেখা হয়। মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদীত্তীর্ণ মালামাল থাকা ইত্যাদি বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় ৩টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ২০১৮ হতে ২০২৪ সাল পর্যন্ত প্রাপ্ত মেয়াদীত্তীর্ণ মালামালসমূহ বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ।