ইকবাল হোসেনঃ
প্রতি বছরের ন্যায় এবছরও গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর জামিয়া ও এতিমখানার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রায় ৫ হাজার রোজাদার একসাথে বসে ইফতার করেন।
কর্ণপুর জামিয়া ও এতিমখানা মাদ্রাসার ব্যবস্থাপনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে।
আশেপাশের কয়েক গ্রামের রোজাদাররা এই বড় ইফতার মাহফিলে শরিক হতে আসেন। ধনী, গরিব নির্বিশেষে সকল মানুষ ভেদাভেদ ভুলে সকলে এক কাতারে বসে এখানে ইফতার করেন।
রোজাদার ব্যক্তিদের খেদমত করতে ৫০ থেকে ৬০ জন কিশোর এগিয়ে আসেন নিজ ইচ্ছায়। বিকাল থেকে কাজ বণ্টন শুরু করা হয়। আছরের নামাজের পর থেকে ইফতার সাজানোর কাজ শুরু করেন। রাকিব প্রধান নামের একজন জানালেন, এই মাদ্রাসায় ৪০ বছর ধরে প্রতি রমজান মাসে হাজার হাজার রোজাদার ব্যক্তির জন্য ইফতারের আয়োজন করা হয়। এজন্য তারা চেষ্টা করেন, যাতে ইফতার করতে আসা রোজাদারদের কোনো অসুবিধা না হয়। তারপর সারি সারি লাইন করে দেওয়া হয় পানির বোতল, গ্লাস,শরবত ও প্লেট। পাঁচটার পর ইফতার মাহফিল তৈরি হয় জনসমুদ্রে।
বরমী জামিয়া আনওয়ারিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আল্লামা আশেকে মুস্তাফা এর সভাপতিত্বে ও কর্ণপুর চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা আবু সাইদ মাশরাফীর সঞ্চানালয় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামছুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ নূর মোহাম্মদ ফকির, গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন, মুহতামিম ও মাওলানা হাফিজ উদ্দিন,মাওলানা মুখলেছ উদ্দিন। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আল্লামা আশেকে মুস্তাফা।
Facebook Comments Box