শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাকে বিএনপি নেতা মরহুম ইব্রাহিম রাউতের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার শোরসাক উত্তর পাড়া নূরানী মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সি.এ, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ও সাবেক ইউপি চেয়্যারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী।
সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাহবুবুর রহমান সেলিম।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা এডভোকেট সুমন মিয়া, ইউসুফ তফদার, রুহুল আমিন মাল, ফাহাদ হোসেন পাটোয়ারী, ইকবাল বেপারী, ইব্রাহীম মোল্লা (বাবলু মেম্বার), মনিরুজ্জামান মনির, আব্দুল আওয়াল, মানিক মিয়া, মিন্টু মিয়া, সোলেমান মোল্লা মিন্টু, কাউছার মাল,আবুল হোসেন রাউৎ, মনির মিয়াজী, কবির আহম্মেদ মিয়াজী, তোফাজ্জল হোসেন সুজন রাউত ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপি নেতা কামরুল মেম্বার কাদের ষষ্ঠি,মোঃ নূরুল আজম সোহাগ, আব্দুল আওয়াল, জাহাঙ্গীর আলম।