শুক্রবার (২৯ মার্চ) তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের শাহাজালাল মার্কেট, দান বাক্স, করের দোকান, বালিয়া ইউনিয়নের দাস বাড়ীতে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
অ্যাড হুমায়ুন কবির সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছেন। শুধু রাস্তা-ঘাট ব্রিজ-কালভার্ট নয় মানুষের জীবন, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের চিন্তা, চেতনা সব কিছু বদলে গেছে। এই রূপান্তরিত বাংলাদেশের রূপকার হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা। অনেক প্রধানমন্ত্রী এসেছে, অনেকে যাবে কিন্তু আমরা একজন শেখ হাসিনা পাবো না। আগামী হাজার বছরে যেমন একজন বঙ্গবন্ধুকে পাওয়া যাবে না, তেমনি আগামী হাজার বছরে একজন শেখ হাসিনার নেতৃত্ব পাওয়া যাবে না। তার নেতৃত্বের প্রতি আমাদের সম্মান-শ্রদ্ধা থাকতে হবে। এবং সঠিক নেতৃত্বকে আমাদের বেছে নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
উল্লেখ্য: অ্যাড. হুমায়ুন কবির সুমন গণসংযোগ করার পূর্বে স্ট্যান্ড রোড চৌধুরী জামে মসজিদে পবিত্র জুমা’র নামাজ আদায় করে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের থেকে দোয়া নেন।
আগামীর পথে- সমৃদ্ধির চাঁদপুর গড়ার প্রত্যয় নিয়ে তিনি সামনে এগিয়ে চলছেন।