শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসির পক্ষে ইফতার বিতরণ করলেন গোসিংগা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এস.এম শরিফ খান।
শ্রীপুর উপজেলা গোসিংগা বাজার থেকে প্রতিদিন শেষ বিকেলে ইফতারের পুর্ব মুহুর্তে পথচারী ও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) বিকেলে গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডেভিড শাকিল জানান, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রমানা আলী টুসির পক্ষ থেকে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়ে থাকে।
আর এ আয়োজন করছেন বিশিষ্ট সমাজ সেবক শরিফ খান। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক এবং প্রতিমন্ত্রী টুসী আপার নির্দেশক্রমে মাসব্যপি ইফতার বিতরণের এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম শাহরিয়ার শাকিল,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস শেখ,
গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রাকিব হোসাইন সরকার, গোসিংগা ইউনিয়ন যুবলীগের মনছুর আহমেদ নিলয়, গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের মাফুজ খান, গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের তারেক ফকির প্রমুখ।
Facebook Comments Box