শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করলেন আকবর আলী খান। তিনি, ২২/০৩/২০২৪ এ যোগদান করছেন। শ্রীপুর থানা ফেসবুক আইডিতে লেখা হয়েছে, আমার উপর অর্পিত সরকারী দায়িত্ব ও কর্তব্য যেন সততা, ন্যায় ও নিষ্ঠার সহিত পালন করতে পারি এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের দোয়া ও সহযোগীতা কামনা করছি। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষ সকলের জন্য উন্মুক্ত। যে কোন সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষনিকভাবে আমাকে ফোন করুন।
আসলে লাখো শহীদের রক্তে ও মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সোনার বাংলাদেশে জন নিরাপত্তায় নিয়োজিত অন্যতম বাহিনী “বাংলাদেশ পুলিশ” যা এখন আর আতংকের নাম নয়,পুলিশ মানে হিংস্র মনোভাবের প্রাণী নয়, পুলিশ মানে শুধুই লাঠিপেটা আর ভীতিকর চরিত্রের বেরসিক দায়িত্বশীল নয়, পুলিশ মানে এখন মানুষের ভালবাসার অরণ্য, পুলিশ মানে এখন মানুষের আস্থা ও নির্ভরতার ঠিকানা, পুলিশ মানে এখন সমাজ ও মানবতার সিনবাদ।
শ্রীপুরে নতুন নতুন কিছু কার্যক্রম ও মানবিক কাজে নিজেদেরকে একত্রিত করে সাধারণ মানুষের হৃদয়ে ভালোবাসার জায়গা তৈরি করে নিয়েছে। এইজন্য শ্রীপুরে পুলিশ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। আর তারই ধারাবাহিকতায় মানুষের হৃদয়ে এক অনন্য ব্যক্তিত্ব গড়ে তুলে নিজেকে ও পুলিশ বাহিনীকে বরেণ্য করেছেন অফিসার ইনচার্জ আকবর আলী খান।
সর্বশ্রেণির মানুষ ওসি’র সঙ্গে সরাসরি কথা বলে ও সমাধান পেয়ে থাকেন। আর সে খবর ছড়িয়ে পড়েছে শ্রীপুর উপজেলায় জুড়ে। ফোন কলের মাধ্যমে সেবা দিয়েছে। ২৪ ঘন্টায় ওসিকে ফোনে পাওয়া যায় বলে জানা গেছে। মাদকের বিরুদ্ধে শুরু করছেন যুদ্ধ, ইভটিজিং ও গ্যাং কালচার রুখতে যাচ্ছেন স্কুল-কলেজে। সেবা প্রদানের ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে আইনি সহায়তা নিশ্চিত করেন ওসি আকবর আলী খান।
জঙ্গিবাদে না জড়ানো, ইভটিজিং না করা, গুজব না ছড়ানোর আহ্বান যেমন রয়েছে, ভাড়া বাড়ির মালিককে সতর্ক করে ভাড়াটিয়া সম্পর্কে খোঁজ রাখার অনুরোধও জানানো হয়েছে। থানা প্রাঙ্গণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে, সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন ওসি আকবর আলী খান।