শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশকাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক কাজী আব্দুল আউয়াল।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সেই সাথে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
আমাদের জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা জুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
তৎকালীন সময়ে ২৫ মার্চ রাতে নিরস্ত্র নিরীহ বাঙালি জাতির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। পরদিন ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন।
এরপর দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে অর্জন হয় আমাদের স্বাধীনতা। তাই ২৬ মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়।
প্রতিবছরই সারাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় এই দিনটি।২৬ মার্চ পুরো জাতি এই দিনটিকে ব্যাপক আনন্দের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করে থাকে। এই দিনটি আমাদের হৃদয় আনন্দে উদ্বেলিত। আনন্দ প্রকাশের ভাষা আমাদের নেই। যাদের কল্যাণে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি তাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা।
Facebook Comments Box