শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা জানান- গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা রহমান।
দেশবাসীর সকল শ্রেণীর পেশার মানুষকে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবোজ্জ্বল দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ ভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
স্বাধীনতার মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা, যার জম্ম না হলে, মুক্তিযুদ্ধ হতনা, যার জস্ম না হলে স্বাধীনতা হত না। সেই লাল সবুজের কর্ণধার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।
সকল বীরমুক্তিযোদ্ধা, শহীদ বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা যাদের অতুলনীয় বীরত্ব ও সুমহান আত্নত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে প্রিয় স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশ। জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের, জয় হোক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Facebook Comments Box