প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ৩:৪৫ পি.এম
শ্রীপুরে নেশাখোরের হামলায় চারজন আহত

গাজীপুরের শ্রীপুরে এক নেশাখোরের হামলায় চারজন আহত হয়েছে। বাচ্চাদের ঝগড়া কেন্দ্র করে চারজনকে পিটিয়া আহত করেছে এক নেশাখোর।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণখন্ড গাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলে ওই এলাকার নূরুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ সালেহা ও তার দুই মেয়ে এক নাতি।
অভিযুক্তরা হলেন একই এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হুমায়ুন মিয়া (৪০) ও তার স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন হুমায়ুন মিয়া একজন নেশাখোর লোক। এবং এটি অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত হুমায়ুন মিয়াকে ফোন করিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই মামুন বলেন,মারামারির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮
দৈনিক জনপদ বার্তা ডটকম