শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
আসছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক এস. এম শরিফ খান।
তিনি বলেন, কাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন ২৬ মার্চ দিনটি। ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।
সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের স্বাধীনতা দিবসে সেই সকল বীরদের স্বরণ করছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ। জাতীয় দিবসে বীরদের স্মরণ করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শরিফ খান।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আজ আমরা একটি রোল মডেল জাতিতে রূপান্তরিত হয়েছি এবং অনেক দূর এগিয়েছি।
একটি স্বাধীন জাতি নিশ্চিত করার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মরণে রেখে আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! এই দিনে, আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার চেতনা উদযাপন করি এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। আমরা যেন আমাদের সকল নাগরিকের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারি।
Facebook Comments Box