
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
শ্রীপুর উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার ইমাম আলী মডেল মাদরাসা ক্যাম্পাসে এই ইফতারের আয়োজন করা হয়। শ্রীপুর উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট্য শিক্ষাবিদ মাওলানা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ হারুন অর রশিদ, গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির, গোসিংগা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আতাউল হক। এছাড়াও শ্রীপুরের প্রায় চল্লিশটি স্কুল ও মাদরাসার প্রধানগণ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
Facebook Comments Box