
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর পক্ষ হতে প্রথম রোজা থেকেই চলছে ছিন্নমূল মানুষের জন্য শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান উমেদ আলীর ইফতারের আয়োজন। এ আয়োজন চলবে শেষ রোজা পর্যন্ত।
রবিবার (১৭ মার্চ) শ্রীপুর পৌরসভার ৭নং ওয়াড়ে গিয়ে ইফতার বিতরণ করতে দেখা যায়। এ ব্যাপারে উমেদ আলী বলেন, গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর নির্দেশনায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার খাবার বিতরন করছি। ইফতার বিতরণ ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক শামিমুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল করিম সহ স্থানীয় নেত্রীবৃন্দ।
Facebook Comments Box