(প্রথম পর্ব)
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
সমাজসেবায় আত্মনিয়োগ করে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গ্রামের কৃতি সন্তান কাজী মো. আব্দুল আউয়াল।
একজন সমাজ সেবক হিসেবে এলাকায় বিশেষ পরিচিতি লাভ করছেন। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত।
এলাকার সর্বত্রই এখন আলোচনা এই সমাজসেবককে নিয়ে। তিনি সমাজ সেবক ছেলেবেলা থেকেই ছিলেন পরোপকারী।
প্রতীবেশীর দূক্ষ-দূর্দশা দেখে তার মন কেঁদে উঠতো। তিনি সবসময় ভাবতেন প্রতিবেশী অসহায় মানুষদের নিয়ে। নিজের খাবার একজন ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়ে তিনি তৃপ্তি পেতেন।
এই সমাজ সেবক নিজ এলাকার মানুষের যেকোন সমস্যা সামনে পরলে তা তিনি তার সামর্থ্য অনুযায়ী শতভাগ সমাধানের চেষ্টা করেন।
এছাও তিনি এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই কিনে দেওয়া, লেখা পড়া করার
খরচ দেয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন তিনি। কাজী মো. আব্দুল আউয়াল অত্যন্ত বিনয়ী সমাজ সেবক ও মানবিক মানুষ।
Facebook Comments Box