চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় ৫০ পিস ইয়াবাসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ভূইয়া শাহরাস্তি থানার শ্রীপুর সাকিনস্থ চাঁন মিয়া গাজী মিয়াজী বাড়ীর সামনে রাস্তার উপর হইতে সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মনির হোসেনের পুত্র আরমান হোসেনকে (২২) পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যুব সামাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিলো। আসামী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন সময় শাহরাস্তি থানা তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৭, তারিখ-১৫/০৩/২০২৪ইং, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হইয়াছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
Email: janapadbarta@gmail.com ★All rights reserved 2024 WWW.JANAPADBARTA.COM★
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮