রমজান মাস উপলক্ষে অস্বচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
শনিবার (১৬ ই মার্চ) সকালে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপহার সামগ্রী প্রদান ও সহায়তা পরিকল্পনা বিষয়ে শাহরাস্তি পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার মোঃ মিজান মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বড় ইফতার মাহফিল না করে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা বলেন, পবিত্র রমজান মাসে আওয়ামী লীগ অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের সবাইকে মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী আমি নিজে উপস্থিত থেকে নিজের গ্রামের অস্বচ্ছল লোকদেরকে সামান্য কিছু ইফতার সামগ্রী বিতরণ করছি৷
নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ ইমরান মনির, কালীবাড়ি বাজার ব্যবসায়ী মোঃ আজগর মোল্লা প্রমুখ।