পবিত্র মাহে রমজান উপলক্ষে শাহরাস্তির নুরে মদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসার আয়োজনে মহাসমারোহে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) শাহরাস্তি নুরে মাদিনা তা’লিমুল কুরআন মাদ্রাসা আয়োজিত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড. এম. আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক মিলন।
আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ, পৌর ৯ নং ওয়ার্ড কমিশনার মিজান মোল্লা, কালীবাড়ি বাজার ব্যবসায়ী প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।এ সময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন।