মো.শাহ আলম ভূঁইয়াঃ
শাহরাস্তির রেমিট্যান্স যোদ্ধা হোসেন মিয়াজী ওমানে নিজের অফিসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটে গতকাল ১২ ই মার্চ মঙ্গলবার অফিস কার্যক্রম শেষ করার পর।
একজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায় ওমান প্রবাসী অগ্নিদগ্ধ মোঃ হোসেন মিয়াজী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার যুগিবাড়ির মোহাম্মদ আব্দুস সালাম এর পুত্র।
প্রবাসে থাকা সাকিব নামে তার সহকর্মী বলেন, আমাদের সাথে কাজ করতেন এই দুই বড় ভাই হোসেন মিয়াজী আর আবদুল্লাহ।আমরা সবাই একই ক্যাম্পে কাজ করতাম। তো আমাদের কাজ শেষ হয়ে যায় তাই আমরা চলে আসি রুমে।
কিছু কাজ বাকি ছিল তাই ওনারা দুইজন বাকী কাজ শেষ করে বেতনের জন্য অপেক্ষা করতেছিল।বেতন নিয়ে একবারে চলে আসবে রুমে।
কিন্তু সে ফিরে আসাটা আর হলোনা, ক্যাম্পে আগুন লাগে ওই আগুনে ওনারা দুইজন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়।
Facebook Comments Box