ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকালে একাডেমি প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
একাডেমির সভাপতি ও কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি বলেন, শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলা এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।
এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেইসাথে শিক্ষার্থীদের অবশ্যই বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটি ভবিষ্যত প্রজন্মের দিক বিবেচনা করে আরো উন্নতি ও সুনাম বয়ে আনতে হবে, দেশ ও জাতির কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেদের তুলে ধরতে হবে, সেই সাথে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনতে হবে।
কল্যাণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম শফিকুল ইসলাম সফু, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী সাহাবুদ্দিন, অভিভাবক সদস্য ইমরান সরকার, ইসহাক খান প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।