পহেলা রমজানে শাহরাস্তি প্রেসক্লাব যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। মঙ্গলবার দুপুরে শাহরাস্তি প্রেসক্লাব কমপ্লেক্স ভবন নির্মাণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পাঁচ শতক সম্পত্তির রেজিস্ট্রি সম্পূর্ণ করা হয়। জমি রেজিস্ট্রি উপলক্ষে শাহারাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বেলা বারোটায় চিতোষী বাজারে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হলে সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার শাহরাস্তি প্রেসক্লাবের জমির রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করেন।
এরপর সাংবাদিক নেতৃবৃন্দ চিতোষী জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ এই দিনটিকে ঐতিহাসিক দিন উল্লেখ করে সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
শাহরাস্তি প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব সম্পত্তির মালিক হয়েছে প্রেসক্লাব। সম্পত্তি রেজিস্ট্রি শেষে শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, এজন্য তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার শাহরাস্তি প্রেসক্লাবের আজীবন সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি শাহারাস্তি প্রেসক্লাবের সকল দাতা সদস্য, রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরাস্তি প্রেসক্লাবের এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।