মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি থানার (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন” হারিয়ে যাওয়া উদ্ধারকৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন ফিরিয়ে দিলেন প্রকৃত মালিককে।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে শাহরাস্তি উপজেলার কয়েকজন ব্যক্তির স্মার্ট মোবাইল হারিয়ে। এর প্রেক্ষিতে হারিয়ে যাওয়া স্মার্ট মোবাইলের প্রকৃত মালিক শাহরাস্তি থানায় এসে সাধারণ ডায়েরি করেন।
গত দুই মাস পূর্বে হারিয়ে যাওয়া স্মার্ট মোবাইল শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায় প্রযুক্তির মাধ্যমে মোবাইল গুলো উদ্ধার করা হয়।
১০ মার্চ রোববার দুপুরে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, হারিয়ে যাওয়া উদ্ধারকৃত স্মার্ট মোবাইল গুলো প্রকৃত মালিকদেরকে মোবাইলটি ফিরিয়ে দেন।
স্মার্ট মোবাইলের প্রকৃত মালিক গুলো হলো রঘুরামপুর গ্রামের মোহাম্মদ মোঃ আলী মুর্তজা, সুয়াপাড়া গ্রামের মোঃ আবু সাঈদ, সুয়াপাড়া গ্রামের মোঃ সোহাগ হোসেন, ও রঘুরামপুর গ্রামের আসমা আক্তার।
এ বিষয়ে হারিয়ে যাওয়া প্রকৃত স্মার্ট মোবাইল গুলোর মালিক জানান, গত দুই মাস পূর্বে আমাদের মোবাইল গুলো হারিয়ে যায়। পরে আমরা শাহরাস্তি থানা উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করি। আবেদনের প্রেক্ষিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের প্রচেষ্টা ও দিক নির্দেশনায় আমরা মোবাইল গুলো পেয়েছি। আমরা মোবাইল গুলো পেয়ে অনেক খুশি এর জন্য শাহরাস্তি থানা পুলিশ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বিভিন্ন সময় শাহরাস্তির অনেকের মোবাইল হারিয়ে যায়। পরে থানায় এসে সাধারণ ডায়েরি করলে। এর প্রেক্ষিতে আমরা প্রযুক্তির মাধ্যমে স্মার্ট মোবাইল গুলো উদ্ধার করি। আজ হারিয়ে যাওয়া উদ্ধারকৃত ৪টি স্মার্ট মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছি। আমি যোগদানের পর থেকে এ পর্যন্ত ২২ থেকে-২৩ টি মোবাইল উদ্ধার করেছি এবং এই মোবাইল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।