১০ মার্চ (রোববার) বিকেলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের তিনি পথসভায় বক্তব্য রাখেন এবং এলাকার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে আমরা যেন সফলভাবে এগিয়ে যেতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের উপর। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি’।
হুমায়ুন কবির সুমন বলেন,বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। এই কৃতিত্বের অংশীদার এদেশের যুবসমাজ। প্রতিদিন তাদের নানা রকম উদ্ভাবন, দেশের জন্য কিছু করার প্রচেষ্টা, এসব কিছু মিলিয়েই বাংলাদেশ এখন উন্নত দেশের পথে হাঁটছে।
হুমায়ুন কবির সুমন বলেন, শেখ হাসিনা আমাদের চাঁদপুরে অনেক কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞা জানাতে চাই। আমাদেরকে মেডিকেল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, মৎস্য ইনস্টিটিউসহ নদীর রক্ষার বাঁধ করে দিয়েছেন এবং শহর রক্ষা বাঁধ করে দিচ্ছেন, আধুনিক নদী বন্দর হচ্ছে। কোন কিছুই বাদ রাখেননি শেখ হাসিনা।
এসময় , রাজরাজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য , মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, শাহজাহান বন্দুকশি, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, আল আমিন বকাউল, ওমর ফারুক আজমির, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত আলী গাজী, সহ সভাপতি মুকবুল হোসেন প্রধানীয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক হুকুম আলী সর্দার, সাবেক সভাপতি বাচ্চু মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক বেলাল দেওয়ার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ গাজী রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আল আমিন প্রধানীয়া, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক গিয়াসউদ্দিন নান্নু মিয়াজী, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, জসীম উদ্দীন, যুবলীগ নেতা শাহজালাল বকাউল, রিয়াদ খান, রাজীব গাজী, ওয়াদুদ খান, জেলা ছাত্রলীগ নেতা মোঃ ফয়সাল গাজী, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী খান মুন্না, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর মিজি, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন বকাউল, সাধারণ সম্পাদক শাফায়াত খান শুভ, সাংগঠনিক সম্পাদক তুহিন বেপারী, সদস্য মমিন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।