তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।
বাবুরহাট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অঞ্জন কুমার দে এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির অধ্যক্ষ পপি রানী আইন।
এসময় উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শেখ, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, সহ সভাপতি সঞ্জয় কুমার দে, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রহমান মাল, সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান মিজি, মৈশাদী ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ ফারুক খান, ইমন বেপারী, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুম।