গতকাল ৯ মার্চ শনিবার প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সকালের অধিবেশনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড, বদিউজ্জামান কিরণ ও সাধারণ সম্পাদক অ্যাড, আমির উদ্দিন মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরী, সংগঠনের সহ সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী হোসেন মজুমদার, পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম খান নয়ন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী, বিচারক দীপক চৌধুরী।
পরে বিকাল ৫ টায় প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশনে ২০২৩ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৭ জন বিজয়ী প্রতিযোগী স্বর্ণপদক, রূপ্য এবং ব্রংস পদক অর্জন করায় তাদেরকে সংবর্ধনা প্রদান এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সনদ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন বনজ, তমাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন সূত্রধর, সহ সাংগঠনিক সম্পাদক লিটন মজুমদার, নৃত্যকলা সম্পাদক সুমা দত্ত, সাহিত্য বিষয়ক সম্পাদক এডভোকেট সালমা আক্তার, সদস্য মোঃ মামুন তফাদার মুন্না, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মোশারফ হোসেন মিলন, অর্থ সম্পাদক বাহাউদ্দিন বাহার, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি আরিফুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক এ এস পলাশ, হাজীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন।
উল্লেখ্য: চিত্রাঙ্কন, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, বঙ্গবন্ধুকে নিয়ে গান, দেশের গান, পল্লীগীতি, কবিতা আবৃতি, একক অভিনয়, ছড়া গান, দেশের গান, সাধারণ নিত্য, লোকনৃত্যসহ মোট ১০টি ইভেন্টে, ৪' শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।