শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ এক বছর পর আবারও এসে গেল পবিত্র মাহে রমজান ২০২৪। হিজরী ক্যালেন্ডার অনুযায়ী সবচাইতে উত্তম মাস হচ্ছে রমজান মাস। কারণ এই মাসে সকল মুসলমান মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে থাকেন।
হাজার বছরের শ্রষ্ঠ বাঙ্গালী জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আর্দশের সৈনিক,শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সাবেক সফল ছাত্রনেতা, বরমী ইউনিয়ন কমিউনিটি পুলিশং কমিটির সাধারণ সম্পাদক ও
বরমী নাগরিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিশিষ্ট সমাজ সেবক জহিরুল ইসলাম সরকার বলেন,বাংলাদেশ চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে আগামী ১২ অথবা ১৩ মার্চ শুরু হতে পারে ২০২৪ সালের রমজান মাস। তাই মাহে রমজানকে সামনে রেখে সকল মুসলমান ভাই বোন কে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
“আলহামদুলিল্লাহ্,রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। মহান আল্লাহর কাছ থেকে করুনা ভিক্ষার মাস। আল্লাহর কাছে ক্ষমা ও নেয়ামত কামনা করার মাস, অতীতের সমস্ত গুনাহ মাফ চাওয়ার মাস। আত্মশুদ্ধির মাস।
মহান আল্লাহর কাছে প্রার্থনা কবুল করার উপযুক্ত সময় হলো পবিত্র মাহে রমজান । এ মাসে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। কবর বাসীদের অনেক জনকে নাযাত দান করেন।
রোজাদারদের জন্য জান্নাতের একটা দরজা রয়েছে। যার নাম রাইয়ান। শুধুমাত্র যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখেন এবং এবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন কেবলমাত্র ঐ সকল মুমিন বান্দাদের মহান আল্লাহ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন।
কাজেই মুসলমানদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতের মাস। এই মাসে রয়েছে শবে কদরের মত গুরুত্বপূর্ণ রজনী। ২০ রমজানের পরে প্রত্যেক বেজোড় রাতে এই রজনীকে তালাশের জন্য মহানবীর পক্ষ হতে নির্দেশনা রয়েছে।
কারন ভাল আমলের মাধ্যমে পাল্লাকে ভারী করার অত্যন্ত সহজ একটি ব্যবস্থা রয়েছে মহানবীর উম্মতের জন্য এই রজনীতে। এই রাতের এবাদতকে হাজার বছরের ইবাদতের ফজিলতের সাথে তুলনা করা হয়েছে। কাজেই আমরা আসন্ন রমজান মাসের গুরুত্বপূর্ণ সময় গুলোর সঠিক ব্যবহার করে নিজেদের প্রকৃত মুসলমান ও মহান আল্লাহর প্রিয় মুমিন বান্দা হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
আরো দোয়া রইল “আল্লাহ” আপনাদের জীবনে সুখ, শান্তি সহ ইসলামী শরিয়াহ মোতাবেক আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন। বরমী ইউনিয়ন বাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানদেরকে পবিত্র রমজানুল মোবারক এর শুভেচ্ছা,সকলে আমার জন্য দোয়া করবেন। আমিন।
Facebook Comments Box