শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
মানব সেবায় নিয়োজিত একজন সাদা মনের মানুষ। গাজীপুরের শ্রীপুর উপজেলায় যে কয়জন দানশিল সমাজ সেবক ব্যাক্তি আছেন তাদের মধ্যে অন্যতম বরমী ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জহির সরকার। গত (২ মার্চ) বিমান যোগে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য এখন ভারতে আছেন। তিনি বরমীবাসী সহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
যিনি শুধু সমাজ সেবা করেই আছেন জনপ্রিয়তার শীর্ষে। সাদা মনের মানুষ হিসেবে পরিচিত জহির সরকার। এমন একটি নাম যিনি ইউনিয়নের সকল প্রকার সমস্যা মোকাবেলায় এগিয়ে আসেন মানুষের সেবায়।
তিনি সব সময় অসহায় দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনা, বন্য, খরা, প্রাকৃতিক দুর্যোগ সহ সকল সমস্যায় যাকে পাশে পাওয়া যায় তিনি হলেন জহির সরকার।
অসহায় দরিদ্র মানুষের ধারে ধারে ঘুরে তাদের খোজ কবর নেন পাশে দারান। করোনাকালীন সময় মানুষ যখন দিশেহারা হয়ে পড়ছিলো তখন মানুষের পাশে দাঁড়িয়ে তিনি তার সাধ্যমত সেবা করে গেছেন।
সাধারণ মানুষ জানান, জহির সরকার ভাইয়ের নম্রতা, অমায়িক আচরন যুব সমাজের কাছে প্রিয় মানুষ। আমরা তার সু-সাস্থ ও দির্ঘায়ু কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে সারা জীবন বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে পারে। আমারা জহির সরকার ভাইয়ের জন্য দোয়া করি।
Facebook Comments Box