শুক্রবার (১ মার্চ) রাত ৯ টার দিকে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে এলাকার বরকন্দাজ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ৩টি পরিবার। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর
পাশে থেকে শুকনো খাবার (চাল, ডাল, তেল, চিড়া, চিনি, নুডুলস) বিতরণ করেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন।
পরে শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে টিন ও নগদ অর্থ এবং
হুমায়ুন কবির সুমনের নিজস্ব অর্থায়নে বস্ত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, হুমায়ুন কবির সুমন যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভৃতে। যুগ যুগ ধরে অনেক মানুষেই নীরবে নিভৃতে কোনো কিছুর প্রত্যাশা না করে মানবসেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন। সকল প্রচারণার আড়ালে থেকে বটবৃক্ষের মতোই নিশ্চুপে ছায়া দিয়ে যান অসহায় দরিদ্র মানুষদের। গরিব, দুঃখী, অসহায় ও নির্যাতিতদের পাশে থেকে সেবা করাটাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ইতিমধ্যে তিনি নানা শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসিত।