শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের শাহরাস্তি রেল স্টেশন বাজার কমিটি নির্বাচন-২০২৪ আগামী ০৯ই মার্চ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দীর্ঘ দিন পর এ নির্বাচনকে ঘীরে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও দেখা দিয়েছে খুশির আমেজ। বেচাকেনা নিয়ে ব্যস্ততার পাশাপাশি দোকানগুলোতে চায়ের চুমুকেই ভোটের কথা। পুরো বাজার ঘিরে রয়েছে পোস্টার, ব্যানার, প্রচার প্রচারণায় মুখর প্রার্থীরা। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রতিদ্বন্দ্বি থাকলেও প্রচারণায় দোয়াত কলম প্রতীকে মো.সাইফুল ইসলাম তারুণ্যের প্রতীক হিসেবে ব্যবসায়ীদের আস্থা অর্জনে এগিয়ে থেকে কাজ করছেন ভোটারদের নিকট।
দোয়াত কলম প্রতীকের সাধারণ সম্পাদক প্রার্থী মো.সাইফুল ইসলাম প্রতিদিনই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ব্যবসায়ীদেরকে সাথে করে ছুটে যান ভোটারদের দ্বারে দ্বারে।
উল্লেখ্য যে, মো.সাইফুল ইসলাম এস আর অফিস চিতোষী এর অধীনে একজন দলিল লেখক,যাহার সনদ নং ৬৪/২০১৫। দলিল লেখার কার্যক্রম পরিচালনার জন্য শাহরাস্তি রেল স্টেশন মধ্য বাজারে তাঁহার নিজের নামীয় একটি চেম্বার রয়েছে। তিনি দীর্ঘদিন সততার সহিত বাজারের সকল ব্যবসায়ীদের সাথে মিলেমিশে পেশাগত কাজ পরিচালনা করছেন। বাজারের ব্যবসায়ীদের বিপদ-আপদে, যে কোন সমস্যা সমাধানের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে গিয়েছেন।
তাই বাজারের উন্নয়নকল্পে নিজেকে সবসময় আত্মনিয়োগে রাখতে এবং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যবসায়ীদের সকল প্রয়োজনে সেবা প্রদান করার আগ্রহে আসন্ন শাহরাস্তি রেল স্টেশন বাজার কমিটি নির্বাচনে দোয়াত কলম প্রতীকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
মো.সাইফুল ইসলাম সকলের নিকট দোয়াপ্রার্থী ও আগামী ০৯ই মার্চ রোজ শনিবার ভোটারদের মূল্যবান ভোট দোয়াত কলম প্রতীকে প্রদানের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে তাকে নির্বাচিত করে কৃতার্থ করবেন (ইনশাআল্লাহ) এই প্রত্যাশা করেন।
মো.সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে বাজার ব্যবসায়ীদের সকল অধিকার নিশ্চিতকরণ,ব্যবসায়ীদের উন্নয়নে,বাজারের সুষ্ঠ পরিবেশ বজায় রাখা সহ ব্যবসায়ী বান্ধব হয়ে প্রয়োজনীয় সর্বপ্রকার সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।