চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার ৮ নং ওয়ার্ড ভাবনার বাড়ি সংলগ্ন মাঠে নিজমেহার ভাই বন্ধু ক্লাব কর্তৃক আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি আজাদ হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
অনুষ্টানটি সঞ্চালনা করেন নিজমেহার ভাই বন্ধু ক্লাবের সদস্য রুবেল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক কমিশনার মোঃ শফিউল্লাহ মিয়াজি, আরিফুল ইসলাম সজীব, আবুল হায়দার, শাকিল প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফারুক হোসেন মিয়াজী বলেন, ব্যতিক্রমি এক আয়োজনে নিজমেহার ভাই বন্ধু একতা ক্লাব আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে এই প্রীতি খেলায় আয়োজন করেন। এলাকার যুবকদের নিয়ে গঠিত দলগুলোর মনোমুগ্ধকর খেলায় আমরা সকলেই অভিভূত। সামনেও এমন আয়োজন করার মাধ্যমে এলাকার যুব সমাজ ঐক্যের বন্ধনে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করি।