চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ৯ং ওয়ার্ডের মরহুম শামছুল হক মাষ্টারের ছোট ছেলে রঘুরামপুর শাখা যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন পাটোয়ারী শাহরাস্তি থেকে হারিয়েছে।
তার বয়স ৩২ বছর, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মাথার চুল মিডিয়াম, তিনি পেশায় একজন ব্যবসায়ী। কবির হোসেন পাটোয়ারীর স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং মা রয়েছেন। সে খুব শান্ত এবং হাসি খুশি প্রকৃতির ছিল।
৮ই ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার পর থেকে নিখোঁজ রয়েছেন। ঐ দিন বিকেলে ব্যক্তিগত কাজে লাকসামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ৯ টায় পরিবারের সাথে মোবাইলে তার শেষ কথা হয়।
কোন হৃদয়বান ব্যক্তি যদি তাকে পেয়ে থাকেন অথবা দেখে থাকেন, নিম্নে ঠিকানা যোগাযোগ করে জন্য অনুরোধ করা গেল। মোবাইল নম্বর- মোতালেব পাটোয়ারী- ০১৭১৬-২৯৩৬৮০।
Facebook Comments Box