চাঁদপুরের শাহরাস্তি উপজেলা তাতীঁলীগের সভাপতি মোঃ মাসুদ রানার বাড়িতে শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা খড়ে অগ্নিসংযোগ করে। আগুনের লেলিহান শিখায় খড়ের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসী প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মাসুদ রানা জানান, শুক্রবার জুম্মার নামাজের পর পরই কে বা কারা খড়ের পুঞ্জিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ১ একর ৩০ শতাংশ জমিতে চাষকৃত ধানের খড় ভস্মীভূত হয়। আমার অনেক ক্ষতিও হয়।
তিনি আরও জানান, এলাকাবাসী সম্মিলিত প্রয়াসে বাড়িঘর ও অন্য আরেকটি খড়ের গাদা রক্ষা পেয়েছে। সময় মতো আগুন নিভাতে না পারলে আমার আরও বেশি ক্ষতি হতো।
Facebook Comments Box