চাঁদপুর-৫ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন।
সোমবার চাঁদপুর শাহরাস্তির পৌরসদরের ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগের অফিসে দায়িত্ব থাকা সকলকে মিষ্টি মুখ করান তিনি। উক্ত সময় উপস্থিত ছিলেন স্বপন কর্মকার মিঠুন, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ রিপন হোসেন মোল্লা প্রমুখ।
চাঁদপুর -৫ আসন থেকে আওয়ামীলীগের ১১ জন মনোনয়ন তুললেও বর্তমান সংসদ সদস্য মেজর (অব) রফিকুল ইসলাম বীর উত্তম মনোনয়ন দেওয়া হয়। পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার পাওয়া প্রাপ্ত ফলাফলে বিষয়টি জানা গেছে।
চাঁদপুর-৫ নির্বাচনী আসনটি হাজীগঞ্জ শাহরাস্তি নিয়ে গঠিত। রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত নির্বাচনী আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় চারবারের সংসদ সদস্য নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব রফিকুল ইসলাম বীর-উত্তম এমপি ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিনের সাথে।