নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হচ্ছে।
তীব্র শীতের মধ্যে শাহরাস্তির সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর অঞ্চলে কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী হাম্মাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান মনির।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন মোঃ- মিরাজ হোসেন, মেহেদি হাসান,কামরুল হাছান,সজ্জাদ হোসেন শিপু,রাহমাতুল্লাহ, মারুফ, রাব্বি, রবিউল, নাহিদ, সিফাত, তানভীর, শাহাদাত, আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’—এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।