সাইদ হোসেন অপু চৌধুরীঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী এম ইসফাক আহসানের কর্মীরা মতলব উত্তর উপজেলার পাঁচআনী চৌরাস্তা বাজারে মিছিলে নিয়ে যাওয়ার নৌকার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।
এতে ৫জন আহত হয়েছে বলে জানা গেছে। একজনকে মুমূর্ষ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন লতুরদী গ্রামের মো. জসিম উদ্দীন, মো. জামান, বাহেরচর পাঁচআনী গ্রামের মাসুদ, সায়েম, সুমন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লতুরদী থেকে ঈগল প্রতীকের একটি মিছিল পাঁচআনী চৌরাস্তা বাজারে গেলে মোহনপুর ইউনিয়নের হোসেন, বাবু এবং আবু হানিফ অভি,বাবুলের নেতৃত্বে ২০/২৫ লোক মিছিলে হামলা চালায়। এ ঘটনার পরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার সংবাদ পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
Facebook Comments Box